বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘সাবেক অবৈধ রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকার দায় এড়াতে পারে না।’
তিনি বলেন, ‘উনি বিমানবন্দরের মাধ্যমে দেশ থেকে পালিয়েছেন। সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।’
শুক্রবার (৯ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আবুল খায়ের বলেন, ‘ইতিপূর্বে আমরা দেখেছি, অনেক লোক সরকারের হেফাজতে থাকার পর হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তাদেরকে ভারতের বিভিন্ন জায়গায় দেখা গেছে। সরকারের ভেতরে ভূত বসে আছে। তাই এই ভূত তাড়ানো ছাড়া সংস্কার করে কোনো লাভ নেই। এখন দরকার একটি নির্বাচিত সরকার।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট হাসিনার পতন ঘটেছে, আওয়ামী লীগ পালিয়েছে। তিন মাসের আন্দোলনে হাসিনা পালায়নি, এটা ১৭-১৮ বছরের ধারাবাহিক আন্দোলনের অংশ। তার চূড়ান্ত রূপ তিন মাসের মধ্যে বাস্তবায়িত হয়েছে।’
সরকারের উদ্দেশে আবুল খায়ের বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। দেশের মানুষ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে—হাসিনার পতন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।’
‘এই নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘ সংস্কারের প্রয়োজন নেই। নির্বাচন শেষে সংস্কার করা যাবে। তাই অবিলম্বে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন’, বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, ফখরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসাইন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমুখ।

 
                             
                                    -20250509203003.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন