লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ভবনের চতুর্থ তলার সিঁড়ির রেলিং থেকে পড়ে জান্নাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত রামগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তারা রামগঞ্জ দক্ষিণ বাজারে একটি চারতলা বিশিষ্ট ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকেন।
পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে সিঁড়ির রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
রামগঞ্জ থানার ওসি আব্দুর বারি বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখা গেছে, শিশুটি খেলতে গিয়ে সিঁড়ির রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই।