ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়া আমাদের রাজনীতির অনুপ্রেরণা: এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ মানুষের জন্য বেগম জিয়ার ত্যাগ চিন্তার বাইরে। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে। খালেদা জিয়া হচ্ছেন আমাদের রাজনীতির অনুপ্রেরণা।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে এ্যানির লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নির্বাচনী এলাকায় পৌরসভার (১৩ নম্বর ওয়ার্ড) রাজীবপুর গ্রামে নারী ভোটারদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামের রাজনীতি করতেন। গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন। সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে খাল খনন কাজে অংশগ্রহণ করেছেন। সবসময় তিনি গ্রামগঞ্জের মানুষকে মূল্যায়ন করতেন। কৃষি উন্নয়নের জন্য কাজ করেছেন ব্যাপক। এজন্য গ্রামের মানুষ জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাসী।

তারেক রহমান প্রসঙ্গে বিএনপির শীর্ষ এ নেতা মন্তব্য করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন। তারেক রহমান তার বাবা-মার মতো দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তাভাবনা করেন। এজন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে তিনি ৩১ দফা কর্মসূচি বেঁধে দিয়েছেন। সেই আলোকে আমরা দেশব্যাপী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

এ্যানি চৌধুরী নারী ভোটারদের সর্তক বার্তা দিয়ে বলেন, আপনারা সজাগ থাকবেন। একটি বিশেষ ইসলামি দল রয়েছে। তারা বাড়ি-বাড়ি গিয়ে ভোটের নামে জান্নাতের টিকেট বিক্রি করে। যার-যার ইমান-আমলের ওপর মহান রাব্বুল আলামিন পরকালে বিচার করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।