শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:১২ এএম

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:১২ এএম

ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের পতাকা। ছবি- সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের পতাকা। ছবি- সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিষয়টি নিশ্চিত করেছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

শুক্রবার (১৮ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে কাজা কালাস বলেন, `আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের কেন্দ্রে আঘাত হানতে চাই। এ জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের অবস্থান স্পষ্ট ও অটল।'

ভারতের গুজরাট রাজ্যের ভেদিনার শহরে অবস্থিত এই তেল শোধনাগারটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোসনেফটের যৌথ উদ্যোগে গড়ে ওঠে। বর্তমানে শোধনাগারটির ৪৯.১৩ শতাংশ মালিকানা রয়েছে রোসনেফটের হাতে।

ভেদিনার রিফাইনারির পাশাপাশি ইইউ রাশিয়া-ভারত তেল পরিবহনের ফ্ল্যাগ রেজিস্ট্রি, অর্থাৎ ভারতীয় পতাকাবাহী জাহাজের মাধ্যমে রুশ তেল পরিবহন ব্যবস্থার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে এখন থেকে ভারতীয় পতাকা বহনকারী কোনো জাহাজ রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে ইইউ ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর আগে এই দুই পক্ষই ছিল রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতা। কিন্তু নিষেধাজ্ঞার পর চীন ও ভারত রুশ তেলের নতুন প্রধান ক্রেতা হিসেবে উঠে আসে।

বিশেষ করে ভারত, নিষেধাজ্ঞা আরোপ না করে বরং কম দামে তেল কিনে রাশিয়ার সঙ্গে আমদানি বাড়িয়ে দেয়। বর্তমানে চীনের পরই রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা হলো ভারত।

উল্লেখযোগ্য বিষয় হলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে এই প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল ইইউ। এতে রাশিয়া-ভারত জ্বালানি বাণিজ্যে নতুন চাপ তৈরি হতে পারে।

সূত্র: ফার্স্টপোস্ট, দ্য প্রিন্ট

Shera Lather
Link copied!