লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে নর্দমার পানিতে ডুবে কৃপা রায় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কৃপা রায় ওই উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।
তার মৃত্যুর বিষয়টি কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশে নর্দমায় পড়ে ডুবে যায় কৃপা। পরে বাড়ির লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায় নর্দমায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :