লালমনিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অভিযোগে দুই হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কালীগঞ্জ শাখার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাকিনা চাঁপারতল এলাকার ঢাকা হোটেলকে ৫ হাজার টাকা এবং মুসকান হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অভিযানের সময় ক্যাব-কালীগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি সেজ্জাদুল ইসলাম শীষ।
অভিযান শেষে ইউএনও জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত চলবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :