টাকা আত্মসাতের মামলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক গোলাম আজম এবং তার সহযোগী শাহাদত হোসেন মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ আগস্ট রাতে পাটগ্রাম উপজেলার মধ্যবাজার এলাকার ইশা জুয়েলার্সের মালিক ইয়াছিন আলী এবং শুভ জুয়েলার্সের মালিক শুভ শর্মা এক ব্যক্তির কাছ থেকে বকেয়া টাকা সংগ্রহ করে ফেরার পথে রেললাইন সংলগ্ন একটি সড়কে বৃষ্টিতে আটকা পড়েন।
এ সময় শাহাদত হোসেন মারুফ ও সাগর হোসেনসহ কয়েকজন তাদের পথরোধ করে। ইয়াছিন আলী পালিয়ে গেলেও শুভ শর্মাকে তারা মারধর করেন এবং তার মোবাইল ফোন ও জুয়েলারি দোকানের চাবি ছিনিয়ে নেন।
পরদিন মামলার প্রধান আসামি মামুন হোসেন ফোন ও চাবি ফিরিয়ে দিয়ে মামলা না করতে হুমকি দেন। ঘটনার কয়েক দিন পর শুভ শর্মা নিজের রূপালী ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে দেখতে পান, তার হিসাব থেকে ২ লাখ ৬৪ হাজার ৪৯৮ টাকা ই-ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই অর্থ দুটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যার একটির মালিক মতিউর রহমান এবং অপরটি গোলাম আজম। এরপর শুভ শর্মা ২২ আগস্ট ভোরে পাটগ্রাম থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে দোকানের চাবি ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। তদন্তের ভিত্তিতে গোলাম আজম ও শাহাদত হোসেন মারুফকে গ্রেপ্তার করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন