সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৪৯ পিএম

অস্ত্রোপচারের পথে নেইমার, শেষ হয়ে যাচ্ছে কি বিশ্বকাপের স্বপ্ন?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৪৯ পিএম

নেইমার। ছবি- সংগৃহীত

নেইমার। ছবি- সংগৃহীত

সান্তোসের মাঠে নেইমার আবারও তার জাদু দেখালেন, কিন্তু এই নায়কত্বের আড়ালে লুকিয়ে আছে শোকের এক গল্প। ক্রুজেইরোর বিপক্ষে দলের জয় উদযাপন করতে পারলেন না, কারণ এখন নিশ্চিত—হাঁটুর ইনজুরির কারণে তাকে অস্ত্রোপচারের পথ নিতে হবে।

যে কারণে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের চোখে ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের আলো যেন ফিকে হয়ে গেছে, আর ফুটবল বিশ্ব এখন কেবল এক প্রশ্নের অপেক্ষায়—নেইমার কি আবার সেই জাদু ফুটবলের মাঠে ফিরিয়ে আনতে পারবেন তো?

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে এসে সান্তোসে যোগ দেন। ফিরে আসার পর শেষ চারটি লিগ ম্যাচে পাঁচটি গোল করে তিনিই ছিলেন ক্লাবকে বাঁচিয়ে রাখার আসল নায়ক। ম্যাচ শেষে নেইমার নিজেই তার শারীরিক সমস্যার কথা জানান, পাশাপাশি তার পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেইমার বলেন, আমি এখানে এসেছি দলকে সাহায্য করতে। কয়েক সপ্তাহ খুব কষ্টে কাটিয়েছি। যারা সবসময় পাশে থেকেছেন তাদের ধন্যবাদ। যদি তারা না থাকতেন, আমি এসব ম্যাচ খেলতেই পারতাম না। হাঁটুর যে সমস্যা হয়েছে, এখন বিশ্রাম নেওয়ার সময়। এরপরই অস্ত্রোপচার করাব।

বিশ্বকাপে ফেরা নিয়ে সংশয়: নেইমারের এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত ব্রাজিলের জাতীয় দলের জন্য এক বড় দুঃসংবাদ। গত দুই বছর ধরে তিনি ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে এক মিনিটও মাঠে নামতে পারেননি। বারবার ছিটকে যাওয়াই এর প্রধান কারণ।

এমনিতেই নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। অক্টোবরে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করেই বলেছিলেন—২০২৬ বিশ্বকাপে দলে থাকতে হলে নেইমারকে শতভাগ ফিট হয়ে ফিরতে হবে।

আগামী বছরের জুনে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নেইমারের এই দীর্ঘমেয়াদী ইনজুরি তার বিশ্বকাপ খেলার স্বপ্নকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। অস্ত্রোপচারের পর কত দ্রুত এবং কত শতাংশ ফিট হয়ে তিনি ফিরতে পারেন, সেদিকেই এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।

Link copied!