মাদারীপুরের ডাসারে করাতকলের অসংখ্য গাছ সড়কের পাশেই কেটে ফেলে রাখায় ভোগান্তির শিকার হচ্ছিল সড়ক ব্যবহারকারী যানবাহন চালক ও সাধারণ মানুষ।
এ ছাড়া প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই। এমন অভিযোগের ভিত্তিতে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলি এলাকায় রাস্তার পাশে গাছ ফেলে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে একটি করাতকল মালিক কে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন।
আজ মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের মৃত আলেপ সরদারের ছেলে করাতকল মালিক মো. ফারুক হোসেন কে এ অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, জনদুর্ভোগ কমাতে করাতকল মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং গাছগুলো দ্রুত অপসারণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে বড় বড় গাছ ও গাছের গুঁড়ি ফেলে রাখায় সৃষ্টি হয় যানজটের, প্রতি মুহূর্তে রয়ে যায় দুর্ঘটনার ঝুঁকি। ট্রাক, কাভার্ড ভ্যানসহ নসিমনে ঘণ্টার পর ঘণ্টা সময় নিয়ে চলে গাছ ও গাছের গুঁড়ি লোড-আনলোডের কাজ।
এ কারণে এই সড়কে দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা, এমনকি সড়কে ঝরছে মানুষের প্রাণও। তাই সড়ক ঝুঁকিমুক্ত রাখতে প্রশাসনের এমন অভিযান প্রতিনিয়ত দরকার।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন