ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গ্রেপ্তার বাবাকে নিয়ে যা বললেন এনসিপি নেতা তুষার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:০৮ পিএম
এনসিপির যুগ্ম সমন্বয়ক তুষার সব্যসাচী। ছবি- সংগৃহীত

মাদারীপুর সদরের শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী। এই গ্রেপ্তার ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় এনসিপি নেতা তুষার সব্যসাচী বলেন, ‘আমার বাবা মিলন সব্যসাচী একজন সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক। তিনি প্রায় ২৫ বছর বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ১৮ জুলাই পারিবারিক বিষয় নিয়ে গ্রামের বাড়িতে যান এবং একটি সম্পত্তি বিরোধের কারণে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকেই ২৫ জুলাই সকালে যৌথবাহিনী তাকে এবং আরও পাঁচজনকে আটক করে।’

তুষার অভিযোগ করে বলেন, ‘এ ঘটনার পর পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে আমার এবং আমার বাবাকে নিয়ে মনগড়া, অপমানজনক মন্তব্য করেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বাবা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি- যদি তদন্তে প্রমাণ হয়, আমার বাবা দোষী, তবে আমরা দুঃখ পাব না। কিন্তু এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এই ধরনের রাজনৈতিক অপপ্রচার ও ষড়যন্ত্র আমরা মেনে নেব না। জয় নিজেই প্রমাণ করেছেন- এটি একটি পরিকল্পিত রাজনৈতিক দমন-পীড়নের অংশ।’

প্রসঙ্গত, গত ২৫ জুলাই যৌথবাহিনী ঘুনসী এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ছয়জনকে আটক করে। আটক ব্যক্তিরা বর্তমানে কারাগারে রয়েছেন। এই ঘটনার সঙ্গে এনসিপি নেতার পরিবারের সম্পৃক্ততা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।