ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চার দিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৫:১৩ পিএম
নাঈমুর রহমান দুর্জয়। ছবি- সংগৃহীত

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ।

আদালতে দুর্জয়ের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে দুর্জয়ের আইনজীবী তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

এর আগে, গতকাল বুধবার রাজধানীর লালমাটিয়া থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।