মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে বঞ্চিত সাংবাদিকদের অন্তর্ভুক্তি ও ভোটাধিকার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের সম্মনয়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে সোমবার (১৯ আগস্ট) মৌলভীবাজার প্রেস ক্লবের সামনে বিক্ষোদ্ধ সাংবাদিকরা এই মানববন্ধন করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেস ক্লবের সাবেক সভাপতি বাংলার দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক বকশী ইকবাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রুপালী বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক মো. শাহজাহান মিয়া, এশিয়ান এইজের প্রতিনিধি আতাউর রহমান চৌধুরী, দেশের কন্ঠের প্রতিনিধি রুমান আহমদ ও এশিয়া বানীর প্রতিনিধি ময়নুল চৌধুরীসহ বিভিন্ন।
এসময় বক্তরা বলেন, দীর্ঘদিন প্রেসক্লাবকে আওয়ামী লীগ ও ভূমি খেকোদের আস্তানা বানিয়ে রাখায় প্রকৃত সাংবাদিকরা সদস্য পদ থেকে বঞ্চিত হয়েছেন। তারই প্রতিবাদে বিভিন্ন দাবী দাওয়া তোলে ধরেন।
এছাড়াও ভুয়া কতেক ফেসবুক আইডি ব্যবহারকারী মৌলভীবাজারের সাংবাদিকতা অঙ্গনে উজ্জল ও স্বচ্ছ সিনিয়র সাংবাদিকদের জড়িয়ে ভুয়া অসত্য প্রচারণা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভুয়া ফেসবুক ব্যবহারকারী ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবীও জানান তারা।
মানববন্ধনে সাংবাদিকগণ প্রেস ক্লাবের বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য ৫ টি দাবী উপস্থাপন করে স্বারকলিপি প্রদান করেন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিরা।
১. মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে সরাসরি যে সাংবাদিকরা অবস্থান নিয়েছেন কিংবা রাজনৈতিক ইন্ধনে সহযোগীতা করেছেন সেই সকল সাংবাদিকদের আজীবনের জন্য প্রেস ক্লাব থেকে বহিস্কার করতে হবে।
২. জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক, অন্যান্য সাংবাদিক সংগঠনের সভাপতি/সম্পাদক যারা বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালনরত, সদস্য হতে ইচ্ছুক সংবাদদাতাদের সদস্য করা।
৩. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পেশাগত দায়িত্বশীল যে সমস্ত সংবাদদাতারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী।
৪. সরকারি/বেসরকারি পর্যায়ের সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাবের সদস্য ছাড়াও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর দাবী।
৫. সকল প্রকার বৈষম্যমুক্ত, হিংসামুক্ত একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করা।
এসময় বক্তারা বলেন, জাতীয় প্রেস ক্লাব জাতীয় পর্যায়ের সাংবাদিকদের একটি সংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব জেলা পর্যায়ের সাংবাদিকদের সংগঠন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য মৌলভীবাজারস্ত প্রেস ক্লাব দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় নিয়োজিত সংবাদদাতাদের সদস্যপদ লাভের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যা এক ধরনের বৈষম্যমূলক আচরণ বিরাজমান। বর্তমান অন্তবর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল।
এই আন্দোলনের নেতাকর্মীদের ও বর্তমান সরকারের মূল চেতনা হল সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। কেউ বৈষম্যের শিকার হবে না। আমরা জেলায় কর্মরত সংবাদদাতারাও বৈষম্যের শিকার থাকতে চাই না। আমরা ন্যায্য অধিকার চাই।
আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সময় দেওয়া হয়, অন্যতায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহনে আন্দোলনকারী সাংবাদিকরা বাধ্য হবে বলে মানববন্ধনে হুশিয়ারী করেন।
এসময় ফেইক ফেসবুক আইডি থেকে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানানো হয়।
সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের কার্যকরী কমিটির জরুরি সভা করার কথা থাকলেও না প্রেস ক্লাবে দু একজন ব্যতিত কেউ উপস্থিত হননি।
এসময় বক্তরা বলেন, কিছু সাংবাদিক নেতা নামধারী জীবিত ও মৃতরা হাওর ও মার্কেট এবং ভূমি দখলে নিজেদের স্বার্থ হাসিল করতে প্রেস ক্লাব তাদের নিজস্ব সম্পদ মনে করে চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। তাদের এসব বৈষম্যমূলক আচরনের তীব্র নিন্দা জানানো হয়।
এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলায় কর্মরত দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকতা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন