সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার গভীর রাত থকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে এ পুশইন।
আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই-বাচাই চলছে।
জানা গেছে, সিলেটের বিয়ানীবাজারের নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। আর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়।
বিজিবি বলছে, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন