মৌলভীবাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহবুব নামে আরেকজন। শনিবার (৭ জুন) রাতে ১১টার দিকে কাছারীবাজার শ্যামের কোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৮) ও কমলগঞ্জ উপজলার চন্ডিপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (৩০)। আহত মাহবুব মিয়া (২৮) কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, কাছারীবাজার শ্যামেরকোনা দুইটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবেদ মিয়া ও কামরুল মিয়াকে মৃত ঘোষনা করেন।
আহত মাহবুব মিয়ার অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন