গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর রাজধানীতে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার, ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন জেলা সিনিয়র সহসভাপতি নাহিদা খানম, যুব অধিকারের জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা-কর্মীরা বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।’
বক্তারা আরও বলেন, ‘যদি হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
প্রতিবাদকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।