সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বাদ জোহর মৌলভীবাজার জেলা (কোর্ট) জামে মসজিদে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদের ইমাম ও খতিব এবং মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম।
এ ছাড়া দেশ, জাতি ও নির্যাতিত ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি, জেলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মো. বদরুল আলম, বকসী মিসবাহ উর রহমান, এম ইদ্রিস আলী, মু. ইমাদ উদ-দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীমসহ স্মৃতি পরিষদ, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম. সাইফুর রহমান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রের্কড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন