ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

বোমা ফাটিয়ে ব্যবসায়ীদের সব লুট করল ডাকাতদল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:১৫ এএম
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের টিম। ছবি- সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে সড়কে বোমা বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে গরু ও সবজি ব্যবসায়ীদের ৫০ হাজার টাকাসহ মালামাল ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কে মাঠের মধ্যে পৌঁছালে ডাকাতদল তাদের পথরোধ করে। এ সময় তাদের মারধর করে নগদ ৫০ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। আতঙ্ক সৃষ্টির জন্য দুটি বোমার বিস্ফোরণ করে ডাকাতরা।

পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, রাতেই ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা করছে পুলিশ।

এর আগে গত ২৫ জুন রাতে গাংনী থানার অদূরে থানা সড়কে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নিয়েছিল ডাকাতরা।