মেহেরপুরের গাংনীতে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গাংনী-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।
দেশের রাজনীতিতে পরিবর্তন চেয়ে বক্তারা বলেন, বিগত সরকারে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের কারণে জনগণ ভোগান্তির শিকার হয়েছে। বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ কমে গেছে।
বক্তারা আরও বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে সরকারি কোনো সুযোগ–সুবিধা নেবেন না তারা।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাংনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা। প্রধান মেহমান ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির রবিউল ইসলাম ও উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

