বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি শেখ মো. আমজাদ হোসাইনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁও এলাকার একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শেখ আমজাদ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি আলোচিত ‘আল-মুসলিম গ্রুপে’র পরিচালক হিসেবেও পরিচিত।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শেখ আমজাদকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাকসুদুল রহমান জানান, ঢাকার মিরপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় শেখ আমজাদের নাম রয়েছে।
সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ‘২০২৪ সালের ৫ আগস্ট থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি শেখ আমজাদ। একই বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের এক ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তিনজন দিনমজুর নিহত হন, বহু মানুষ আহত হন ‘
পুলিশ জানায়, শেখ আমজাদ ওই ঘটনার সঙ্গেও সরাসরি জড়িত।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ আমজাদ এলাকায় একাধিকবার অস্থিরতা ও সহিংসতার নেতৃত্ব দিয়েছেন। আগুন সন্ত্রাস, গোপন সভা-মিছিল এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
শেখ আমজাদ হোসাইন বিএনপির সিরাজদিখান উপজেলা সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহর ছোট ভাই। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, শেখ আমজাদ ৫ আগস্টের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এবং ‘বড় ভাইয়ের আশ্রয়ে আত্মগোপন’ ছিলেন।
পুলিশ জানিয়েছে, শেখ আমজাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :