ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানখেতে মিলল লাশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০২:৩২ পিএম
লাশ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২ দিন পর এক বাকপ্রতিবন্ধী রবিউল আউয়ালের (৫৪) মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তার স্বজনরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের পশ্চিম চকের হান্দার বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রবিউল আউয়াল (৫৪) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, রবিউল আউয়াল বাকপ্রতিবন্ধী ছিলেন এবং বিয়ে করেননি। তিনি বড় ভাই জিলানীর বাড়িতে থাকতেন ও কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। গত ১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সন্ধানের পরও কোনো তথ্য না পেয়ে স্থানীয় কবিরাজ ও তান্ত্রিকের সাহায্য নেন তারা।

মঙ্গলবার সকালে এক স্থানীয় জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানখেতে মরদেহ দেখতে পান। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে প্রায় ১০-১২ দিন আগে মৃত্যুবরণ করেছেন তিনি। পরে নিখোঁজ ব্যক্তির স্বজনরা এসে জামাকাপড় দেখে মরদেহটি রবিউল আউয়ালের বলে শনাক্ত করেন।

রবিউলের বড় ভাই জিলানি বলেন, ‘লাশ পাওয়া জায়গায় হাঁটু পানি ছিল, সেখানে ডুবে মৃত্যুর কথা নয়। আমার ভাই বাকপ্রতিবন্ধী ছিল, তার অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না। তার কাছে প্রায় ২০-৩০ হাজার টাকা ছিল। আমরা মনে করি, তাকে কেউ হত্যা করেছে।’

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’