ময়মনসিংহে বাস-পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেকে হীরা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছনে থাকা আরও একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচলিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন