ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রাইভেটকার চুরির চেষ্টাকালে স্ট্রোক করে মামুন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী তালতলা মাদ্রাসা এলাকার কাছে এ ঘটনা ঘটে।
মামুন মিয়া চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামের মো. হাসেন মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক হলেও এলাকায় ‘মাদক কারবারি ও চোর’ হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্র জানিয়েছে, মামুন মিয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন। বুধবার কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিয়ে জামিনে বাড়ি ফেরেন। রাতেই ভায়রা ভাই আব্দুল হান্নানকে সঙ্গে নিয়ে কামারিয়া এলাকায় যান।
আজানের সময় চুরির উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ধাওয়া করলে মামুন ঘটনাস্থলে পড়ে যান এবং জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্ত আব্দুল হান্নান প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যান।
মামুনের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘গতকাল জামিনে বাড়ি ফিরেছিল। সন্ধ্যায় বের হওয়ার পর আর ফেরেনি। ভোরে জানতে পারি, স্ট্রোকে মারা গেছে।’ তিনি আরও জানান, তার স্বামী মাদক ও চুরির সঙ্গে জড়িত ছিলেন।
নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’