ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

৪ মাসেই দেবে গেল সেতুর সংযোগ সড়ক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:১৬ এএম
নান্দাইলের দাসপাড়া সেতুর সংযোগ সড়ক দেবে গেছে। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের চার মাসের মধ্যেই ভেঙে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ায় বর্ষার শুরুতেই সড়কের কিছু অংশ ডেবে গিয়ে ভেঙে যাওয়া রাস্তায় বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামের সুকাইজুড়ি নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সুখাইজুড়ি সেতু। ৯৬ মিটার দৈর্ঘ্যের ওই সেতুটি ব্যবহারের জন্য দুই পাশে ২০০ মিটার করে সংযোগ সড়ক নির্মিত হয়েছে। কিন্তু নির্মাণকাজের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। বর্তমানে ওই সংযোগ সড়কের বেহাল অবস্থা বিরাজমান।

সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়কে ইটের সলিং করা হলেও মান নিয়ন্ত্রণের অভাবে তা বর্তমানে জীর্ণদশায়। অনেক জায়গায় ইট নদীতে নেমে গেছে। বর্ষায় সেতু ও সড়কের সংযোগস্থলের অনেক অংশে ডেবে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার মাটিসহ ইট এবং রাস্তার প্যালাসাইডিং ভেঙে নদীতে চলে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন ও বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এই সেতুটি আমাদের জন্য অনেক উপকারে আসার কথা ছিল। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় সেতুর সুফল আমরা পাচ্ছি না। এ কারণে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সড়কটি টেকসইভাবে নির্মাণে কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন এবং ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী বলেন, আব্দুল মালেক বিশ্বাস অভিযোগ পেয়ে সরেজমিনে দেখে এসেছি। সড়কের যেসব জায়গায় সমস্যা হয়েছে তা দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।

তবে এলাকাবাসী জানান, শুধু সংস্কার নয়, একটি টেকসই ও মানসম্মত সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। যাতে ভবিষ্যতে আর এমন দুর্ভোগ পোহাতে না হয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।