ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২০ কিমি যানজট

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:২৫ পিএম
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা।

পুলিশ জানায়, চলতি মাসের বেতন ১০ তারিখে দেওয়ার কথা থাকলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। তাই মিল কর্তৃপক্ষ বেতন আগামী ১২ অক্টোবর দেওয়ার কথা জানায়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বেতন প্রদানের আশ্বাসে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় শ্রমিকরা অবরোধ তুলে নেন। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’