বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১১:৩২ এএম

ময়মনসিংহে ট্রেনে আগুন, সিটে পাওয়া গেল পেট্রোল ও গান পাউডার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১১:৩২ এএম

সিটের পোড়া অংশ। ছবি : রূপালী বাংলাদেশ

সিটের পোড়া অংশ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনা ঘটার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিট এলাকায় দাঁড়ানো ট্রেনে আগুন দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণ করা না হলে পার্শ্ববর্তী কোচ, ট্রেনের ইঞ্জিন এবং স্টেশনের প্ল্যাটফর্মে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের কিছু অংশ পুড়ে গেছে এবং অন্য কয়েকটি সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছিল।

এ ছাড়াও পেট্রোল জাতীয় তরল পদার্থও ব্যবহার করা হয়েছিল যেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাহসী উদ্যোগে এই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ‘বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছার জন্য ওয়াশপিটে রাখা হয়েছিল। অন্ধকার রাতের সুযোগে দুর্বৃত্তরা গানপাউডার এবং পেট্রোল ব্যবহার করে নাশকতার চেষ্টা করে।’

তিনি আরও জানান, আগুন জ্বলতে শুরু করলে আরএনবির তিন সদস্য দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং কাছাকাছি থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেয়। অন্ধকারের কারণে তাকে ধরতে পারেনি। পরে তারা পানি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষতি থেকে রেলওয়ের জানমাল রক্ষা পায়। এ ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!