ঘরের মাঠে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন উইকেট হারিয়ে বিরতিতে গেল বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এবার আর সুবিধা করতে পারলেন না। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন দুই অংক ছোঁয়ার আগেই। মিরপুর টেস্টে একশর আগে ৩ উইকেট হারালো বাংলাদেশ।
শেরে বাংলায় মুশফিকুর রহিমের শততম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার ওপেনিংয়ে ভালো শুরু করেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়।
সিলেটে আগের টেস্টে ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছিলেন দুইজন। এবারও ওপেনিং জুটিতে ভরসা দিয়েছেন জয়-সাদমান। টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টা দারুণভাবে পার করেন তারা। জুটিতে পঞ্চাশও পার করেন।
তবে ঘণ্টা পেরোতেই এই জুটিটা ভেঙে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সাদমানের প্যাডে বল লাগলে শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে জেতে আয়ারল্যান্ড। ৩৫ করে ফেরেন সাদমান। ৫১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার জয়। তিনিও সেট হয়ে আউট হন। মিডঅফে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ রান করে। এরপর বেশি দেরি করেননি নাজমুল হোসেন শান্তও।
বাংলাদেশ অধিনায়ক ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকিয়েছিলেন। পরের বলেই ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বোল্ড হয়ে ফেরেন ৮ রান করে।
এই প্রতিবদেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান। ক্রিজে ২৯ বলে ১৭ রানে খেলছে মমিনুল হক এবং ১৮ বলে ৩ রানে ব্যাট করছে মুশফিকুর রহিম।
বল হাতে আইরিশদের হয়ে ৩টি উইকেট নেন ম্যাকব্রাইন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন