নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী অংশ নেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশ হলে দেখা যায়, তিনিও অকৃতকার্য হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসাটি নন-এমপিওভুক্ত। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন।
তাদের মধ্যে একজন ছাত্রী বিয়ে করে পড়াশোনা ছেড়ে দেন। আরেকজন বিদেশে চলে যান। বাকি দুইজন পরীক্ষায় অংশ নিলেও এর মধ্যে একজন পরীক্ষাকালীন সময়ে সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে ফেলেন। এর ফলে শেষ পর্যন্ত তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। তবে একজন পরীক্ষর্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও তিনিও ফেল করেছেন।
এ বিষয়ে মাদ্রাসাটির সুপার গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক পাঠদানে আগ্রহ হারিয়েছেন। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি, যার কারণে ফলাফলেও বিপর্যয় নেমে এসেছে।’
আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুরো মাদ্রাসা থেকে সবাই ফেল করায় প্রতিষ্ঠানটির বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
আপনার মতামত লিখুন :