নওগাঁর রাণীনগরে মালশন-গিরিগ্রাম উচ্চবিদ্যালয়ের এক নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বরগাছা ইউনিয়নের মালশন গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নৈশপ্রহরী আজাহার আলী (৩৫) মালশন গ্রামের মণ্ডল পাড়ার মৃত মজিবর প্রমাণিকের ছেলে। তিনি রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪-৫ জন দুর্বৃত্ত তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আজাহারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পরপরই গ্রামবাসীরা অভিযুক্ত বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত আজাহার আলী বলেন, ‘রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪-৫ জন আমার ওপর দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দুইজনকে চিনতে পারলেও বাঁকিদের চিনতে পারিনি।
তিনি আরও বলেন, ‘যাদের চিনতে পেরেছি তারা হলেন সেকেন্দার আলীর দুই ছেলে বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি স্কুলের পাশেই। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। কয়েক বছর আগে তুচ্ছ একটি ঘটনায় তর্ক-বিতর্কের জেরে এমন হামলা চালাতে পারে বলে ধারণা করছি। আমি জড়িতদের কঠিন শাস্তি চাই।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, ‘আহতের স্ত্রী সুমী আক্তার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রামবাসীর সহায়তায় দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং বাকি জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন