নারায়ণগঞ্জ শহরের টানবাজার হরিজন সিটি কলোনিতে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের টানবাজার হরিজন সিটি কলোনিতে এই অভিযান শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
এ সময় দেশীয় অস্ত্র, মোবাইল এবং বিভিন্ন ধরনের মাদকসহ মাদক বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।যৌথবাহিনী বিভিন্ন অপরাধে সম্পৃক্তত থাকার অভিযোগে সিবা দাস (৩৪) ও পলাশ প্রলাদ (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করে।
নারায়ণগঞ্জ সদর থানার উপরিদর্শক সজীব কুমার মন্ডল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সদর থানাধীন টানবাজার এলাকায় যৌথবাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র মাদক বিক্রির নগদ টাকা ও বিপুল পরিমাণ অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন