রাজধানীর যাত্রাবাড়িতে র্যাবের পোশাক পরা দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া বাজারের জুয়েলারি ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
শনিবার (২৬ জুলাই) রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনাযোগে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সৈকত বিশ্বাস জানান, ওই রাতে তিনি ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজারে যান। সেখান থেকে পুরনো স্বর্ণ বিক্রি ও নতুন ক্রয়কৃত হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে রূপগঞ্জের বাসায় ফিরছিলেন।
পথে মৃধাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মাইক্রোবাসে থাকা র্যাবের পোশাক পরিহিত ৭-৮ জন ব্যক্তি তার বহনকারী লেগুনার গতিরোধ করে। এরপর তাকে মারধর করে লেগুনা থেকে নামিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার কাছ থেকে স্বর্ণ বিক্রির ১ লাখ ৭ হাজার টাকা, ১ জোড়া রুপার পায়েল, ২টি স্বর্ণের চেইন এবং প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে তাকে ঢাকার মতিঝিলের দিলকুশা এলাকায় ফেলে যায়।
পরবর্তীতে স্বজনরা যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ তাকে উদ্ধার করে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই (অপারেশন) খালেদ হাসান বলেন, ‘লুট হওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’
থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘র্যাবের পোশাক পরে লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।’
আপনার মতামত লিখুন :