ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

প্রবাসীর গাড়িতে ডাকাতির সময় হাজির পুলিশ, অতঃপর...

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৪:৩৩ পিএম
রূপগঞ্জ থানা। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতির সময় তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মায়ারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার ইদ্রিসের ছেলে আশরাফুল ইসলাম এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরিবাড়ী এলাকার জিয়া হোসেনের ছেলে রিপন।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরত আসা প্রবাসী জহির আলম ও আরও এক ব্যক্তি ঢাকা বিমানবন্দর থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে রওনা হন। গাড়িটি রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাতদল তাদের গাড়ির গতিরোধ করে।

আতঙ্কিত প্রবাসীরা দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করলে সড়কে দায়িত্ব পালনরত সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম তার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদলের ধাওয়া শুরু করেন। চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম ও রিপনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার।