ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

খেলতে গিয়ে নদে পড়ে ভাই-বোনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:৩৮ পিএম
মৃত শিশুদের পরিবারে চলছে আহাজারি। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলতে গিয়ে মেঘনা নদীর শাখা চেঙ্গাকান্দি নদে পড়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো চেঙ্গাকান্দি গ্রামের মো. শাহ আলীর মেয়ে নুসাইবা (৫) ও তার চাচাতো ভাই একই এলাকার সালাউদ্দিনের ছেলে মো. ইয়ামিন (৫)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে শিশু দুটি বসতঘরের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ঘরের পাশে মেঘনা নদীর শাখা চেঙ্গাকান্দি নদে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয় জাহানারা বেগম নদীতে হাড়িপাতিল ধুতে গেলে ছেলে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন এবং নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে মেয়েশিশুটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে গ্রামবাসীর উপস্থিতিতে বিকেলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেছি। এমন কোনো অভিযোগ কেউ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।,