জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা জামায়াতের উদ্যোগে কাঞ্চন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম ও উপজেলা উত্তর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান প্রমুখ।
সমাবেশে জামায়াতের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি তুলে ধরেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। দাবিগুলো হলো:
- জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর আইনি ভিত্তি নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে;
- পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে;
- ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে;
- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে;
- স্বৈরাচারের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের রূপগঞ্জ আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিতে হবে। এ জন্য পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।