পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জ সদরে মোল্লা বাড়ি ও গাজী বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি জামে মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—হোগলাকান্দি গ্রামের বারেক মোল্লার ছেলে আকিব মোল্লা (৩০), ওহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৫) এবং রতন মাঝির ছেলে আকাশ (২৫)। আহতরা সকলে বিএনপি সমর্থক বলে জানা গেছে। অন্যদিকে, দেলু মেম্বার বিগত দিনগুলোতে আওয়ামী লীগ ‘ঘরোয়ানা’ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও বংশীয় কারণে মোল্লা বাড়ি ও গাজী বাড়ির লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন জুমার নামাজ শেষে সাব্বির মোল্লা বাড়ি ফেরার পথে দেলু গাজীর অনুসারীরা তাকে আটকে মারধর করে। খবর পেয়ে মোল্লা বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে দেলু বাহিনীর ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্য একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম. এ. সাইফুল ইসলাম বলেন, ‘তিনজন গুলিবিদ্ধের ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’