ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১০:০৮ পিএম
নিহত হায়াত উদ্দিন।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়াত উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন। এ ছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

ওসি মাহমুদ-উল-হাসান বলেন, এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।