নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়ারচর এলাকায় ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে পরিত্যক্ত একটি জায়গায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
ফতুল্লার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, একটি প্লাস্টিকের ড্রামের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিম পরিচয় ও রহস্য উদঘাটনের জন্য আলামত সংগ্রহ করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন