আদালতে প্রিজনভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়েছে সাগর নামে এক ডাকাতি মামলার আসামি। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামির নাম সাগর (৩২)। সে রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, সাগর ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রায়পুরা থানা পুলিশ তাকে গত রোববার গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালতের কার্যক্রম শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ নির্দেশের প্রেক্ষিতে কোর্ট পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে অন্যান্য আসামিদের সঙ্গে তাকেও প্রিজনভ্যানে তোলার সময়, সে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোর্টের কার্যক্রম শেষে অন্যান্য আসামিদের সঙ্গে তাকেও হাজতখানা থেকে প্রিজনভ্যানে তোলার জন্য বের করে পুলিশ। কিন্তু সে প্রিজনভ্যানে না উঠে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যায়। এ সময় চারদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এ বিষয়ে নরসিংদী কোর্ট পুলিশ পরিদর্শক (নি.) মো. সাইরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কোর্ট শেষে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় সাগর নামে ডাকাতি মামলার এক আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’