ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাউফলে দুই দিন ধরে নিখোঁজ দুই শিশু

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ১১:১২ এএম
নিখোঁজ দুই শিশু। ছবি- সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) নামের দুই শিশু নিখোঁজের দুদিন পার হলেও এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা দুজনেই খেলার জন্য বাসার বাইরে যায়। তারপর থেকে তারা আর বাড়ি ফেরেনি।

শিশু ইমাম হোসেন নিরব নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত হোসেন একই গ্রামের কবির জোমাদ্দারের ছেলে।

স্বজনরা জানান, গত রোববার দুপুর আড়াইটার দিকে তারা দুজনেই খেলার জন্য বাসার বাইরে যায়। তারা আর বাসায় ফেরেনি। চন্দ্রদ্বীপের সঙ্গে সরাসরি সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিষয়টি রহস্যের জন্ম দিয়েছে। শিশুদের স্বজনরা তাদের পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান জানান, পুলিশের অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ শিশুরা চন্দ্রদ্বীপ থেকে খেয়ায় কালাইয়া ঘাটে এসেছিল। পরে তারা পৌর শহরে আসে এবং পাবলিক মাঠের পাশে চটপটি খেয়েছে। এরপর তারা কোথায় গেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশা করি, শিগগিরই তাদের সন্ধান পাওয়া যাবে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।