ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০১:৪০ এএম
নিহত স্বর্ণ ব্যবসায়ী প্রান্তুষ সরকার

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তুষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় রায়পুরা উপজেলার বাঁশগাড়ির দিঘিলিয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্তুষ সরকার ওই গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ি বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।

নিহতের ভাবী হেনা রাণী সরকার বলেন, সন্ধ্যায় ২ জন লোক আমার দেবরকে ডেকে নিয়ে স্কুল মাঠে যায়। এদের মধ্যে একজনের মুখ খোলা ছিল, অন্যজনের বাঁধা। প্রান্তুষ অনেকক্ষণ ফিরে না আসায় তাকে খুঁজতে স্কুল মাঠে যাই। এর মধ্যে তারা প্রান্তুষকে গুলি করে দৌঁড়ে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আমাদের কোন শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে চাঁদার জন্য হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার রহস্য উদ্ধারে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।