বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে দলে শৃঙ্খলা সবচেয়ে জরুরি।
৫ আগস্ট (মঙ্গলবার) বিকেলে লালপুর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে পুতুল আরও বলেন, দল কী নির্দেশ দিচ্ছে, তা কর্মীদের মাথায় রাখতে হবে। কেউ যদি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এদিক-ওদিক যান, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কেউ ব্যক্তিগতভাবে বড় নই, আমরা দলের ক্ষুদ্র কর্মী মাত্র।
তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে যুবসমাজের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান চান যুবসমাজ প্রতিষ্ঠিত হোক, যাতে তারা দেশের ও রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত হয়।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে পুতুল বলেন, আপনার সন্তান যেন আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়- সেদিকে খেয়াল রাখুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও আশরাফুল আলম লুলু প্রমুখ।