নাটোরের বড়াইগ্রামে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গোপালপুর আকবরমোড় এলাকায় জসিমউদ্দিন সরকার (২৮) নামে এক যুবক মর্মান্তিকভাবে নিহত হন। নিহত জসিমউদ্দিন উপজেলার চান্দাই দাসগ্রামের খালেক সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জসিমউদ্দিন মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রে যাচ্ছিলেন। আকবরমোড় এলাকায় পৌঁছালে সড়কের ওপর থাকা বালুর ওপর দিয়ে চলতে গিয়ে পিছলে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর এলাকায় ট্রাকচাপায় সুমন হোসেন (৩৫) নামে আরেক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার বনপাড়া পৌরশহরের উত্তর হারোয়া মহল্লার রাজ্জাক হোসেনের ছেলে।
জানা গেছে, নাটোর শহরে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হরিশপুর এলাকায় মাছবাহী ট্রাক থেকে ছিটকে পড়া পানিতে পিছলে অপর একটি ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।



