আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘সরকারকে স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫ দফা দাবিতে ৮ দলের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে, চাঁদাবাজি থামবে। কিন্তু এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি। নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। এ দেশ আমাদের প্রত্যাশার মতো নয়।’
আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেশের জন্য ইসলামি হুকুমত প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তার দাবি, ইসলামি শাসন প্রতিষ্ঠিত হলে দেশে কোনো বৈষম্য, অন্যায় বা অর্থ পাচার থাকবে না।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে—কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে।’
তিনি সবাইকে দেশের পক্ষ ও ইসলামের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


