ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৩৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজারের পেকুয়ার কোনাখালীতে ছাদখোলা গাড়িতে চতুর্থ দিনের মতো নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর গত ২ ডিসেম্বর তিনি নির্বাচনি এলাকায় এসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, সালাহউদ্দিন আহমদ আগামী ৭ ডিসেম্বর (রোববার) পাঁচ দিনের প্রচারণা শেষ করে ঢাকায় ফিরবেন।