বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় পৌঁছাতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় নামতে পারছে না। সবকিছু ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
তিনি আরও বলেন, ‘ম্যাডামের শরীর যদি ভ্রমণের উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন।’
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। প্রস্তুতিও প্রায় শেষ বলে জানা যায়। তবে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় যে পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং যাত্রা পিছিয়ে গেছে।

