লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি কোনো বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তিনি প্রথমেই এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেবেন।
এদিকে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এ অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি সমস্যার কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।


