মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ও মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা। তারা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে থেকে লঞ্চঘাটগামী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালায়। এতে সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করেন।
পরে তারা মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে প্রতিবাদী পথসভা করেন। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেন।
মো. মহিউদ্দিন বলেন, মনোনয়ন ঘোষণার পর তৃণমূল কর্মীরা দুঃখ প্রকাশ করেছে। আমরা তাদের অনুরোধ করেছি বিক্ষোভ না করার জন্য। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সেটা মেনে নেব। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দলীয় শৃঙ্খলা মেনে আবেদন করব যাতে পুনর্বিবেচনা হয়। আমরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করেছি এবং আমাদের মূল্যায়ন হওয়া উচিত।
তিনি আরও বলেন, প্রাণপ্রিয় নেত্রীর অসুস্থতার সময়ে মনোনয়ন ঘোষণা দেওয়া ঠিক হয়নি। আমরা তার সুস্থতার জন্য দোয়া-মিলাদ করেছি। অথচ এই সময়ে মনোনয়ন ঘোষণা করা হলো।
বিকালে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়েছে।


