ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩৯ এএম
জহুরুল হক তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার নোট গ্রহণ করছেন। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সঙ্গে সম্পর্কিত একটি ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জহুরুল হক তার অফিস কক্ষে চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকার নোট গ্রহণ করছেন।

তিনি বলে যান, এটা সবার জন্য নির্ধারণ করা থাকে। যে পরিশ্রম করে না তাকেও ৫০০ টাকা দেওয়া লাগে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, জমি মিউটেশনের জন্য আবেদন করেছিলেন। অনলাইনে মিউটেশন ফি জমা দেওয়ার পর অফিসে ফাইল জমা দেওয়ার সময়, আবেদন অনুমোদনের জন্য ৫০০ টাকা দিতে বলা হয়। ভুক্তভোগী সেই টাকা জহুরুল হককে প্রদান করেন।

অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. জহুরুল হক বলেন, হয়তো কোনো বিদ্যুৎ বিলের টাকা, যা আমরা ইউনিয়ন পরিষদে জমা দিই। অথবা কেউ খুচরা টাকা আমার কাছে রেখেছিল।

তাছাড়া, আমার অফিসে এমন কোনো লেনদেন করার সুযোগ নেই।

পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগটি খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।