ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন জানিয়েছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এতে কোনো শঙ্কা নেই এবং যত দ্রুত ভোট হবে, দেশের জন্য ততই মঙ্গল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশা করি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনের পর জনগণের রায়প্রাপ্ত দলের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
নির্বাচনের কার্যক্রম বন্ধ করার জন্য রিট বিষয়ে তিনি বলেন, রিট করার অধিকার সবার আছে, এ বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণভাবে চলছে। সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
৮ দলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন যে কেউ করতে পারে। তবে তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা ও বৈঠক হয়। তারা জনগণকে হ্যাঁ-না ভোটে সম্পৃক্ত করতে চাইছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন শাহ্ নানুপুরী প্রমুখ।


