ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

কাঁচাবাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৪৪ পিএম

কাঁচাবাজারে শীতকালীন সবজিসহ বেশ কিছু সবজির দাম কমলেও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। পেঁয়াজের দাম বাড়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালী ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত মাসের মতোই ডিসেম্বরের শুরুতেও রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়।

বিক্রেতারা বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ একদমই কমে গেছে। এতে পাইকারিতে দাম বাড়ায় খুচরায়ও প্রভাব পড়েছে।

এ ছাড়া প্রতি পিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধা কপিও (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, এ ছাড়া প্রতি কেজি বেগুন (গোল) ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বড়বটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কিছুটা কমেছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।