নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১০টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল থেকেই গারো, হাজংসহ অসহায় সাধারণ মানুষের ভিড় দেখা যায়। দুপুর পর্যন্ত বিভিন্ন ধরনের রোগব্যাধি নিয়ে প্রায় ৩ হাজার ৫০০ জন রোগী নিবন্ধন করেন।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। প্রত্যেক রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং জটিল রোগীদের শনাক্ত করে ময়মনসিংহ ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন